Friday, February 13, 2009

বাংলাদেশের মনিপুরি কবিতা_০৩

হামোম প্রমোদ

তৃতীয় বিশ্বের শীর্ণ গরু
(থার্ড ওয়াল্ডগী ষন য়াঙ্গংবী)

এশিয়ার নাড়ার উপর মূমূর্ষু দাঁড়িয়ে
আফ্রিকার চৌচির মাঠে নেতিয়ে পড়ে আছে
তৃতীয় বিশ্বের হা-ভাতে শীর্ণ গরু

হিংসা ঈর্ষা অভাব নিয়ে
অসহায় চেয়ে থাকা ছাড়া
বলতেও পারে না হায় ডাকতেও পারে না
শুকনো নাড়া ছাড়া সব ধান কেটে নিয়ে
দম্ভ দেখাচ্ছো পশ্চিমা শাদা প্রাণী।

ঘাসহীন ধুলোবালির ওপর
পূর্ণ খুঁটা পোঁতা
সাত হাত দড়িতে বেধেঁ
উচ্ছিষ্ট নাড়ার রিলিফ...

গলায় দড়ি, পায়ে শিকল, খেলছো ভালো।
চাও কি তুমি
শুকনো চামড়া
শুভ্র দুধ, নাকি মাংস ছাড়া দেহ ?

তৃতীয় বিশ্বের শীর্ণ গরুর শব্দহীন প্রশ্নগুলো
অশ্রু হয়ে ঝরে
কেউ তা দেখে না।




[অনুবাদ - কন্থৌজম সুরঞ্জিত]

No comments: